সুন্দর তোমার পটল চেরা
কালো হরিণী চোখ,
হোক যতই বদনাম তবু
রাখব ঐ চোখে চোখ।
প্রথম যেদিন দেখি তোমার
ঐ চোখ জোড়া,
সেদিনই ঝড় উঠেছিল বুকে
হৃদয় ব্যাকুল করা।
ইচ্ছে ছিল আমার মনে
যদি তাকাও এদিক পানে,
প্রেমের ডোরে বাঁধব তোমায়
থাকব সুখে জীবনে।
স্বপ্ন নয়তো বাস্তব এটা
যে চোখে দেখেছি ভালোবাসা,
হৃদয়ের অন্তরে রেখেছি তোমায়
নিয়ে শত আশা।
আজকে আমি তোমার প্রেমে
হয়েছি দিশেহারা,
সূর্য চন্দ্র যতই থাকুক
বাঁচবো না তোমায় ছাড়া।।