জানিস আমি এক খুব সাধারণ মানুষ,
আমার নিজের না আছে নীল আকাশ,
না আছে জ্যোৎস্না মাখা স্বপ্নীল রাত,
তবুও আমার ব্যথা হবি তুই।
কেন তুই আমায় নিয়ে রঙিন স্বপ্ন দেখিস?
আমি যে পারব না করতে তোর স্বপ্ন পূরণ,
কেন তুই আমায় পাবার প্রত্যাশা করিস?
জানিস একদিন আমার ব্যথা হবি তুই।
কেন তুই আমায় এত ভালোবাসিস?
একদিন হয়তো ভালোবাসার বাঁধন দুর্বল হবে,
ভুল সোনালী স্বপ্ন টা হয়তো ভেঙে যাবে,
তখন যে শুধুই আমার ব্যথা হবি তুই।
আমি হয়তো আমার দুর্বলতা তোকে জানতে দেবনা,
আমার মনকে তোর হৃদয়ে আঁচড় কাটতে দেবনা,
আমি তোর কাছে কোন প্রত্যাশা করব না,
এ সত্ত্বেও আমার ব্যথা হবি তুই।
আমি তোর প্রতীক্ষা করব তবুও তুই জানবি না,
তোর যদি কোন দিন মনে হয় আমি ছাড়া তুই অচল,
ফিরে আসিস মনের টানে ভালোবাসা থাকবে তোর জন্যে,
সেদিনও আমার ব্যথা হবি তুই।।