বুঝেছি আমি তুই সমাজের নষ্টা নারী
গুল্ম লতার মতো পর্ণমোচী পাতা বাহারী।
অলি-গলিতে রঙিন ফোয়ারার জলে ভিজিস,
আর নিয়মিত যুক্ত চিহ্নটাকে হসন্ত দিয়ে ভাঙ্গিস।
পেটের জ্বালাটা হয়তো তোর শরীর দিয়ে পূরণ হয়,
নিকষ কালো রাতে ঘড়িতে দম দিস ভোরের অপেক্ষায়।
তুই যে শর্ত বিহীন পিছুটান হীন মন ভোলানো এক নষ্টা নারী,
তাই কান্নার অজুহাত নেই, হারিয়ে যাওয়া রাতের কোনো হিসাব নেই।
জোনাক রাতে রঙিন জলে ভিজে ভোরের আলোয় চোখ ঝলসাই তোর,
দিনগুলো তোর কাছে হয় পর, রাত্রি গুলো বড্ড বেশী আপন মনে হয় তোর।।