তুমিতো এক বেহায়া মানুষ
লজ্জা বিহীন পুরুষ,
সব অপকর্মের অপরাধী তুমি
নেইকো মান হুশ।
দেশের নেতাদের দেহরক্ষী তুমি
হও যে তোলা বাজ,
দুষ্টু জনের উচ্ছেদে বিচ্ছেদে
কতই না তোমার কাজ।
এখানে খুন ওখানে ধর্ষণ
থাকো মেয়েদের পাশে,
দিনের শেষে কেন বনিতা
তোমার ঘরেই আসে?
লম্পট কামুক পুরুষের চাহিদায়
হয়েছে নারী কলঙ্কিত,
অপরাধের দুনিয়ায় নোংরা ব্যবহারে
সে পুরুষ নিত্য বিরাজিত।
নারী নষ্ট পুরুষের কাছে
তবুও দোষী নারী,
পুরুষ রূপে গর্ব কর
আসলে পশুর চর্মধারী।
জৈবিক তাড়নায় লিপ্ত পুরুষ
ঘোষিত তর্জনীর হুংকার,
নারীর মর্যাদা ক্ষুন্ন করে
সমাজকে করছো অন্ধকার।
নারী; পুরুষের কামুক চোখে
স্পষ্ট নারীর কষ্ট,
পুরুষ ছাড়া নারী কখনও
হতে পারে কি নষ্ট?
নষ্ট সমাজে পুরুষের স্পর্শে
নারী নষ্টা হয়,
তবে অসহায় নারীর স্পর্শে
কেন নষ্ট পুরুষ নয়?
নষ্ট তুমি বিধাতা পুরুষ
হলেও চেহারায় ঐতিহাসিক,
নারী মাতা নারী কন্যা
অপমান হোকনা যতই শারীরিক।।