শুধু আজকের দিনটা নয় বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত দাদা (প্রদীপ) তোকে মনে পড়ে তবুও আজ যে তোর তিরোধান দিবস। তোকে ছাড়া আমার সবই অসম্পূর্ণ। তুই যে আমার আদর্শ। আজ দ্বিতীয় বর্ষে এসেও ভাবতে পারি না তুই নেই। তুই যে আমার কি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। শারীরিক ভাবে হয়তো তুই নেই কিন্তু পঞ্চভৌতিকে রয়ে গেছিস আমার মনের অন্তরে আর থাকবিও যতদিন আমি আছি। 💕
....তুই নেই! ... 😔😔😔😔
""""""""""""""""""""""""""""""""
কষ্টের স্মৃতি পড়ছে মনে
ফিরেএলে এই দিনটা,
দাদা নেই ভাবলেই বুকে
স্পষ্ট হচ্ছে বেদনটা।
তোর স্মৃতি নিয়ে কতকাল
কেঁদেছি একান্তে একা,
ভাবতে পারি না হবে না কোনদিন
তোর সাথে দেখা।
তুই যে সেই চলে গেলি
আসলি না আর ফিরে,
তারার মাঝে খুঁজি তোকে
সিক্ত নয়ন জুড়ে।
তোর বাল্যকাল কৈশোর জীবন
আছে সদা জাগ্রত,
তোর দেওয়া শিক্ষা দীক্ষায়
বহু ছাত্রছাত্রী সমাদৃত।
আজও মায়ের অশ্রু ঝরে
তোর মুখ চেয়ে,
পিতার বুকে শূন্য হাহাকার
তোকে হারিয়ে নিঃশ্ব হয়ে।
মনের ক্যানভাসে শুধু তুই
আছিস ভূবন জুড়ে,
তোর আদর্শের স্মৃতি রাখব
সদা হৃদয়ে ধরে।
আমার কবিতার প্রতিটি চরণে
তোর শোকের শব্দ,
মায়ার এ সংসারে দুঃখের আবেশে
চোখ যে অশ্রুতে বন্ধ।।