তুমি এসেছিলে আমার হৃদয়ে
ইচ্ছে ডানার পাল্কি চড়ে,
আজ বুকের পাঁজর জুড়ে
শুধু শূন্যতাই বিরাজ করে।
হয়তো তোমায় ভুল চিনেছি
তুমি যে বর্ণ চোরা পাষাণী,
তাই বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে
ভালোবাসার শর্ত গুলোই গুনি।
যে ভালোবাসার মাঝে সত্যি থাকে না
শুধু মিথ্যার অবগুণ্ঠনে ঢাকা,
সেই ভালোবাসার নেই স্বীকৃতি
জীবনটাই করে অর্থহীন ফাঁকা।।