যদি কোন দিন
খুঁজে পাও আমার মনের ঠিকানা,
জীবনের মাঝে
রেখে দিও আর হারাতে দিও না।
তুমি আছো তুমি ছিলে
আমার হৃদয়ের কারাগারে.......

ভালোবাসা ছাড়া আর দেবার
নেই কোন উপহার,
শুধু মনে রেখো একবার
তুমি ছাড়া কেউ নেই আর।
তুমি আছো তুমি থাকো
আমার জীবনের গভীরে,
তুমি আছো তুমি ছিলে
আমার হৃদয়ের কারাগারে.......



অনুভূতি ময় আবেগটা
শুধু তোমায় নিয়ে গড়া,
বিশ্বাস টুকু ভরসা আমার
ভালোবাসায় আছে ভরা।
তুমি জানো তুমি রবে
আমার মনের ভিতরে
তুমি আছো তুমি ছিলে
আমার হৃদয়ের কারাগারে.......