দক্ষিণা হাওয়ায় ক্লান্ত মনে
      কয়েক টা এলো চুলে
            তোমার চক্ষু ছুঁয়ে,
কোন পথিকের মন বিনে
      সুরের ছন্দ তুলে
             স্বপ্ন বুনেছিল হৃদয়ে।

কেন জানিনা এখন ভাবি
       তুমি আমার নও

অনেক টা সময় হয়েছে অতিবাহিত
      ভরেছে দুঃখ বিষন্নতায়
            ভেঙেছে জীবনের স্বপ্ন,
জানলেনা মনের সুখ কোথায়
      দৃষ্টির আঁধারে নীরবতায়
             জমেছে স্মৃতির প্রশ্ন।

কেন জানিনা এখন ভাবি
       তুমি আমার নও

মন ভরেছে স্মৃতির ধুলোয়
     রঙহীন স্বপ্ন ভেলায়
           কষ্টের কালো চাদরে,
কবিতার চরণে দুঃখের পরশ
     অতীত শব্দ মালায়
           যন্ত্রণা দেয় অন্তরে।

কেন জানিনা এখন ভাবি
       তুমি আমার নও

দোদুল্য মনের পথিক হয়ে
     বুকে শূন্যতা নিয়ে
           অপেক্ষায় অন্তবিহীন পথে,
আমার হৃদয়ের নীল দহনে
     পথ চলার অভিনয়ে
           স্মৃতি গুলোই থাকবে সাথে।

কেন জানিনা এখন ভাবি
       তুমি আমার নও

আমি জীবনের স্বরলিপি ভুলে
     বিবর্ণ আল্পনা আঁকি
           বিস্মিত ছবি যে তুমি,
ভালোবাসার হিসাবের খাতায় আমি নিঃস্ব
     প্রেয়সীর দুঃস্বপ্ন দেখি
           নির্ঘুম রাতে আমি।

কেন জানিনা এখন ভাবি
       তুমি আমার নও।
তুমি আমার নও অন্য কারও।।
...........................................
রচনা ১৯.০৭.১৮
সকাল ০৮.০৫মি
কোলকাতা