আজ যান্ত্রিক যুগে যন্ত্র মানুষ
ভুগছে নানান অবসাদে,
হতাশা আর উৎকণ্ঠার উচ্চ রক্ত স্রোতে
ঘর বোঝাই হচ্ছে ঔষধে।
ঘুম কারা ভার্চুয়াল জগতের প্রজেক্টারে
থমকে যাচ্ছে হৃৎস্পন্দন,
দূষিত বাতাসের ঘ্রানে আগামী প্রজন্মকে
কিভাবে জানাব অভিনন্দন?
সুস্বাস্থ্য সুন্দর মন একমাত্র সম্পদ
শিকার করেছে মানুষ,
ব্যবসা নয় যোগ শরীর চর্চায় পারে
ফেরাতে সমাজের হুঁশ।
চাও যদি রাখতে সুস্থ শরীর
আগে মুক্ত করো রোগ,
রোজ সকাল-বিকাল করো যোগাসন
জীবনকে করতে উপভোগ।
দেহের ধ্যান প্রাণায়াম শির ব্যায়াম
রাখে সুস্থ প্রশান্ত মন,
এমন স্বাস্থ্য সচেতন ব্যস্ত মানুষ
সৃজন করে সুখী জীবন।
নিয়ম মেনে গভীর মনঃসংযোগে
যাহা করা হয় 'যোগ',
পাড়ায় পাড়ায় যোগ ব্যয়াম করতে
নাও একটু উদ্যোগ।
...আজ বিশ্ব যোগা দিবস।।