বন্ধু তুমি উড়তে পারলেও
ধরতে পারবে না মেঘের জল,
গাইতে তুমি যতই পারো
বোঝনা কান্না যে হৃদয়ের সম্বল।
ভগবান কে তুমি যতই ডাকো
ভাঙবে কি তার কখনো নিদ্রা?
জোছনায় তুমি যতই রাঙাও
ভরে না কখনো নারীর ক্ষুধা।
সুরের মূর্ছনায় যতই থাকো
বোঝনা প্রেমিকের মনের ভাষা,
ভেসে যাওয়া অবাস্তব স্বপ্ন গুলো
মূল্যহীন জীবনের ভালোবাসা।
ইচ্ছে ফানুস যতই উড়াও
ভোলা যায় না বিরহের কষ্ট,
নিশ্চুপ আঁধারে হারিয়ে গেলেও
ক্ষতের জ্বালা ভীষণ স্পষ্ট।।