সেদিন আমি হারিয়ে যাব
যেদিন তুই থাকবি না,
তখন আমি সবার হব
যখন তুই ডাকবি না।
আমি তো চেয়েছিলাম একটু ভালোবাসা
তবু চলে গেছিস বহুদূরে,
আজ আমি যখন সবার হয়েছি
জ্বলে পুড়ছিস মনের অন্তরে?
আমার নীল আকাশ টুকু দিয়েছিলাম
তোকে উজার করে,
হারিয়ে গেলি কোন নীলিমায়
ভাসলি না স্বপ্ন ঝড়ে।
ভেবেছিলাম শান্ত শীতল বারিধারা
তোর হৃদয়ে পাবো,
মোর সাহারা মরু হৃদয় খানি
শ্যামল করে নেবো।
অবিশ্বাস আর সন্দেহের পাহাড় জমছে
এখন তোর মনের ঘরে,
জানিনা যুক্তি দিয়ে ওদের থেকে
বাঁচবো আমি কেমন করে।
আঁধার জীবন সত্যি বড় একাকী
যখন মরীচিকা মনে ধরে,
কেবল সাক্ষী তখন আকাশ মাটি
নিজের জন্যে চিরতরে।