আমার মনের স্বাধীন ইচ্ছেগুলো
দেয়না এখন লিখতে,
যন্ত্রণা ভরা মসির কালি
ঘুরতে থাকে বৃত্তে।
স্বপ্ন জড়ানো মলিন ইচ্ছেগুলো
চায়না কথা শুনতে,
হয়তো এই ভগ্নাংশ জীবনে
চেয়েছিল কিছু বলতে।
হুম.........
একটা ইচ্ছে সেদিন ছিল
দ্রাঘিমা অক্ষাংশের মাঝে,
রক্ত মাংসের ক্ষতের জ্বালা
হৃদয়-ই শুধু বোঝে।
আজ যে ঠোঁটের মিলন রেখায়
মেলে নিকোটিনের গন্ধ,
ছলছলিয়ে ইচ্ছেগুলো রঙিন জলে
চক্ষু জোড়া বন্ধ।
এখন.........
অতীতের শেওলা জমা ইচ্ছেগুলো
উল্টো স্রোতে ভাসে,
জীবন অঙ্কের ভুল হিসাবে
যবনিকা টানে দীর্ঘশ্বাসে।
ইচ্ছেগুলো উদাস; গন্ধ বিহীন
অবহেলার খোলা ছাতে,
স্বপ্ন স্মৃতি মনের কোনে
শূন্য শাওন রাতে।।
..........................
বাঘাযতীন, কোলকাতা
সকাল ০৮.১০ মিনিট
০১.০৮.১৮