ইচ্ছে ছিল তোমায় ছুঁয়ে দেখব একদিন ,
সঙ্গে ছিল শুধু রঙিন কল্পনা সেদিন।
তুমি যে ছিলে আমার সাথে সন্ধ্যাবেলা একা,
লজ্জায় হয়েছিলে লজ্জাবতী লতা।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে থাকবো সারা জীবন,
কিন্তু আশা তরীটার আজ হয়েছে মরন।
আজ যে তুমি গেছ চলে অন্যের ঘরে,
তোমার মুখের সেই হাসিটাও গিয়েছে সরে।
ইচ্ছে ছিল তোমার মনের নিগুঢ় কষ্ট গুলো মুছেদেব,
তোমার দেওয়া দংশিত জ্বালা সয়ে যাব।
আপন করে নেব তোমার যত দুঃখ ব্যথা,
লিখে যাব আমায় দেওয়া তোমার কিছু কথা।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে বাঁধব সুখের ঘর,
তাই কখনো কষ্ট পেলে ভেবো না আমায় পর।
তুমি যে ছিলে আমার প্রথম ভালবাসা,
আজ স্মৃতির মাঝে এই টুকু মোর আশা।
ইচ্ছে ছিল রংধনু হয়ে রাঙাবো তোমার মন,
ইচ্ছে তো আমার অনেক ছিল হলো না স্বপ্ন পূরণ।
তোমার মুখের মিষ্টি হাসির সাথী হব সারাক্ষণ,
বিনিদ্র চোখে থাকতে চাই আমি আরও কিছুক্ষণ।।