আমার কষ্ট টা বোধহয় কষ্ট নয়
দিয়েছো কিন্তু তুমিই,
আমার হৃদয়টা বোধহয় হৃদয় নয়
ভেঙেছো কিন্তু তুমিই।
যাক সে সব সুপ্ত লোকানো কথা
আমি একজন প্রেমিক,
তোমার আঘাতে আহত মন বোঝেনি
কি করে হলে যান্ত্রিক?
চেনা মানুষ অচেনার শব্দ জালে
অতীত হয়ে যায়,
পুরাতন আমি স্থির নতুনের মাঝে
রয়েছি অবহেলায়।
আজ মন কাঁদেনা মনের ব্যথায় ।
শুকিয়ে চোখের জল,
খুঁজি তোমায় তবু হৃদয়ের ভাজে
একি ভালোবাসার ফল ।
তোমাকে ভালবাসি এ কথা ভাবলে
যেন মনে হয় গল্প,
হয়তো তুমি সেই গল্পের কথা
জানতে পেরেছো অল্প।
বার বার ভেঙ্গে দেওয়া হৃদয়
খোঁজেনা সুখের ঠিকানা,
একজীবনেই লক্ষ জনমের ভালবাসা
কেন পূর্ণ হয় না?