কে বলে উঠে গেছে সেই দাগটা
ঠোঁটের উপর লুকিয়ে আছে
সৌন্দর্যের সংজ্ঞায় গুপ্ত হরফে।
কে বলে শেষ হয়ে গেছে জীবন টা
মুখ বুজে গুমরে কাঁদছে
এখনও টাটকা আছে নিমজ্জিত বরফে।
কে বলে হারিয়ে গেছে স্মৃতি টা
হৃদয়ের কোনে রক্ত জমাট বেঁধেছে
ধৈর্য্যের সমাপ্তি আমার তরফে।
কে বলে ভুলেগেছি ভালোবাসার নগ্ন ছবি টা
ঘৃণাগুলো লালার দ্রবণে ডুবেগেছে
যন্ত্রণা গুলো ফিরেছে অন্ধকারে দফেদফে।
কে বলে বৃথা গেছে সময় টা
হৃদয়ের নমুনা আবিষ্কার হয়েছে
ভালোবাসার নতুন মোড়কের খাপে।।