"কে তোমাকে আমার মতো এতো ভালোবাসতে পারে"?
কে তোমার কাছে এতো কম সময়ে আসতে পারে?
কে তোমাকে সারা দিন রাত আপন মনে ভাবতে পারে?
কে তোমার জীবন পথের সবকিছুর সাথি হতে পারে?
কে তোমাকে দুঃখে সুখের ঠিকানা বলে দেয়?
কে তোমার কান্নায় নতুন দিনের স্বপ্ন দেখায়?
কে তোমাকে আমার মতো যত্ন করে আগলে রাখে?
কে তোমার সাথে চিরকাল থাকার অঙ্গীকার করে থাকে?
কে তোমাকে চোখের জল মুছিয়ে দিয়ে শান্ত করে?
কে তোমার মুখের হাসি সুন্দর করে আঁকতে পারে?
কে তোমাকে মনের মতো সাজাতে পারে?
কে তোমার সকল মনের কথা বুঝতে পারে?
কে তোমাকে প্রেমের বাঁধনে বাঁধতে পারে?
কে তোমার ইচ্ছা পূরণের সাথি হতে পারে?
কে তোমাকে সকল বাধায় রক্ষা করে থাকে?
কে তোমার নিদ্রাহীন রাতের সঙ্গী হয়ে থাকে?