মায়াবী রাতে দখিনা বাতাস
অবুঝ মনটা ছুঁয়ে যায়,
জীবনের মানে স্বপ্নের কাছে
এলোমেলো হয়ে যায়।
অভিমানী মন একি যে হল।
জানিনা ভুলটা কোথায় ছিল।
এই সাজানো পৃথিবীটা জুড়ে
শুধু তুমি ছিলে,
চুপি চুপি মনের ঘরে
স্বপ্ন এনে দিলে।
কি করে যে কি হয়ে গেল।
একটা ঝড় যেন সব কেড়ে নিল।
জানিনা ভুলটা কোথায় ছিল।।
স্মৃতি গুলো তোমায় ঘিরে
দহন করে চলে,
ভালোবাসায় আঘাত করে
ব্যথাই দিয়ে গেলে।
কি করে যে কি হয়ে গেল।
সাগরের ঢেউয়ে যেন সব ধুয়ে গেল।
জানিনা ভুলটা কোথায় ছিল।।