ইদানিং আমার বলার ভাষাটা কেমন যেন বদলে যাচ্ছে
লুকানো কষ্ট গুলো হৃদয়টাকে শুধু কুরে কুরে খাচ্ছে।
ভালোবাসায় বন্দী হতে চাইনি আমি কোনদিন
তাই তো মনে হয় ভালোবাসতেও পারিনি কাউকে,
আমি শুধু চেয়েছি জীবনটাকে দৌড়ে পার করে দিতে
অতীত ভবিষ্যতের স্বপ্ন গুলোকে এক জায়গায় পুঁতে
পরিযায়ী পাখির মত দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে ।
কিন্তু কি করে যে আমার উচ্ছ্বাসের সেই নদীটা
সকলের অলক্ষ্যে শুকিয়ে গেল আমি বুঝিনি।
একদিন ভোরে এক রুপালি খামের ভিতর
খুঁজে পেলাম এক লাল শুকনো গোলাপ,
কোনদিন হয়তো সেটা আমার ইচ্ছের মতোই
সহজ সরল আর উপলব্ধিতে সতেজ ছিল!
রাতের পাহারাদারের মতোই চিৎকার করে
হয়ত সেদিন বলতে চেয়েছিল কিছু বেদনার কথা,
শ্রাবণে শ্রাবণ পার করে কেটে গেছে বেশ কিছু বছর
তবুও অসমাপ্ত ছবিটা বুকে আঁকড়ে ধরে বেঁচে ছিল সে।
নীল ক্যানভাসে রামধনুর রং লাগাতে চেয়েছিল
কিন্তু হৃদয়ে যন্ত্রণার চিহ্ন নিয়ে হঠাৎই একদিন
দমকা হাওয়ায় অজানা নেশাটা তার উড়ে গেলো।
এখনতো নীল দ্বীপে মৃত কোরালের মত পড়ে আছি
কিন্তু আমি তো রাত্রির কাছে চেয়েছিলাম একটা শান্ত ঘুম
পরিবর্তে আমায় দিলো আগ্নেয়গিরির মত জ্বালা,
তবু আজও পাতাবিহীন জীর্ণ গাছটা তে
বসন্তের প্রভাতে ফুটতে চায় কিছু লাল পলাশ,
উঁকি মারা ধূসর আকাশটাতে আজও দেখা যায়
ঘরে ফেরার অপেক্ষায় রত কিছু সাদা বকের চিহ্ন।
মনের আলেয়ার আলোতে তর্জনীর স্পর্শে
চোখের সামনে দোল খেতে থাকে কিছু শব্দ মালা,
বিকেলের পড়ন্ত রোদে অক্ষিপটে এখনো ভেসে ওঠে
বেশ স্পষ্ট কিছু কথা "তোমারে বেসেছি ভালো",
জানিনা আজ তার অস্তিত্ব কোথায় আর কতদিন..!