বৃষ্টিতে জেগে ওঠো নতুন দিনের সম্ভাবনায়
স্বপ্নেরা জেগে ওঠো নতুন ভোরের ভাবনায়।
এখনও কি হয় নি সময়?
আমায় ছুঁয়ে দেখো নরম হাতে
জেগে উঠি কিনা অলীক কল্পনা হতে।
অনুভব করে দেখো কতটা অনুভূতি
জমেছে হৃদস্পন্দনের সুরেলা ছন্দে ।
এখনও কি হয় নি সময়?
তোমার নেশা জড়িয়ে আছে নাকে মুখে চোখে
কতটা এগিয়ে আছি আমি দেখো,
প্রাপ্তবয়স্কে মস্তিষ্ক বিকৃতি ঘটতে আর
কতই বা দেরি একটু অনুধাবন করে দেখো।
এখনও কি হয়নি সময়?
প্রচণ্ড ঝড়ের শেষে মুখ থুবড়ে পড়ে আছে
প্রেমিকের বিভৎস্য যন্ত্রণার রূপ,
শব্দ হীন বর্ণ হীন মরা মাছের মতো
জলে ভেসে থাকে অতৃপ্ত আত্মা স্বরূপ।
কি করে বলতে পারো এখনও হয়নি সময়🙏