যেদিন তোমার কাছে চাইলাম একটু সময়
তুমি দেখালে ব্যস্ততা,
আমি যে তোমায় নিঃস্বার্থ ভালবেসেছি
এটাই জীবনের ব্যর্থতা।
ভালোবাসা যে শুধুই আমার ছিল তাই
তুমি দিলে বেদনা,
যখন তোমায় চেয়েছি ভুলে যেতে
দিয়েছ স্মৃতির যন্ত্রণা।।