কথা ছিল তোমার দেখা পেলে
আমি আর লিখবো না,
আমার বেদনা জড়ানো কষ্টের এই কবিতা৷
কথা ছিল তোমার দেখা পেলে
আমি আর আসবো না ফিরে,
তোমার সাথে সেই মনের খেলা খেলতে৷
কথা ছিল তোমার দেখা পেলে
অপেক্ষায় থাকবো না আর,
ঐ মাঠের ধারে কৃষ্ণচূড়া গাছের তলে।
কথা ছিল তোমার দেখা পেলে
ভুলে যাব আমাদের দুঃখ কষ্ট,
ঐ পড়ন্ত দুপুরে বাঁকা খালের ধারে৷
কথা ছিল তোমার দেখা পেলে
হারিয়ে যাবো নীল আকাশের গায়ে,
যেথায় তোমার আমার হৃদয়ের স্বপ্ন ভাসে৷
কথা ছিল তোমার দেখা পেলে
এবার আমিও হারিয়ে যাব,
পারতো খুঁজে নিও তোমার মনের মাঝে৷৷