তোমাকেই পেতে চাই
বলে এই মন,
কান পেতে শোনো তুমি
আজ যে শ্রাবণ।


মনের বৃষ্টি যদি না থামে আর
অনুভব মানে না বারণ
হৃদয় টাকে রাঙাবো আবার
আমি জানিনা কি কারণ,


খেয়ালী মন বৃষ্টি শেষে
রামধনু গায়ে মাখে
দু চোখ রঙিন স্বপ্ন নিয়ে
তোমায় শুধু দেখে।।


অনুভবের বারণ ভেঙে
যদি কখনও প্লাবন আসে
আমার ঠোঁট তোমায়
ছুঁয়ে দেবে ভালোবেসে

হৃদয় যে আর মানে না
তোমায় ভোলা যায়না,
ইচ্ছে গুলো সজল হয়ে
আরযে ধরা দেয় না।।

এই জীবনে যত টুকু
তার বেশি আর নয় তো,
বিধির সুতো রেখা ধরে
জীবন হবে শেষ তো।।