আমি কিছু বলতে যে চাই
তবু বলতে দেয় না হৃদয়,
আমি ছিলাম শেষের পথে
তুমি কবিতার সূচনায়।
আমি আছি তোমার পথ চেয়ে
এসো ফিরে দুহাত বাড়িয়ে,
আমার শূন্য হৃদয় ভাষা খোঁজে
ভাবনা আছে আজও দাঁড়িয়ে।
স্মৃতি গুলো জলে ভেসে একাকার হয়ে যায়,
তোমার মাঝেই আমার জীবন
বুকে আছো নীরবে জড়িয়ে,
চোখে তোমার ছায়া ভাসে
কেমনে রাখি তোমায় সরিয়ে।
পোড়া মেঘে ভালোবাসার কথা লিখে যায়,