থাকি প্রতীক্ষায় স্বপ্নের ফেরিওয়ালা সেজে,
দিন কাটায় চিঠির খামে সুখ খুঁজে।
চৈত্রের শেষ দুপুরে একাকী ক্লান্ত হয়ে,
স্মৃতি গুলো সব মনে রেখেছি জমিয়ে।
আমি দেখেছি স্বপ্ন, সময়ের ডানায়,
আমি ছুঁয়েছি তোমায় বৃষ্টির ফোঁটায়,
আমি চেয়েছি তোমায় মন যমুনায়,
আমি খুঁজেছি তোমায় রাতের জ্যোৎস্নায়,
আমি করেছি অনুভব ফুলের কাঁটায়,
আমি পেয়েছি তোমায় আলোক ছটায়।
আজ মিলনের প্রহরে তুমি নাই,
ছুঁয়ে দেখা বৃষ্টির ফোঁটায় তোমাকেই চাই।
আজ সুখ খুঁজি আমি প্রলয় ঝড়ে,
প্রেমের দৃঢ়তা হয়তো প্রতীক্ষায় বাড়ে।।