আবার যদি আসে ফিরে
পুরনো প্রেমের দিন,
লাল শাড়ি খোলা চুলে
দেখব আমি সেদিন।
ভোরবেলা কুয়াশা মাঝে
যখন আসবে তুমি,
সবুজ প্রেমের সাক্ষী হয়ে
দাঁড়িয়ে থাকব আমি।
লাল গোলাপের সুবাস নিয়ে
মগ্ন হবে মন,
বাঁধন খুলে ভাসবে হৃদয়
ছুটবে এ জীবন।
প্রেম মোহনায় মিশব আবার
আঁকড়ে স্মৃতির কোন,
সময়ের সাথে শুভক্ষণে
কবে মিলব দুজন?
হয়েছে এখন আধুনিক সব
প্রেমের নতুন স্বাদ,
ঠোঁটের ছোঁয়া নিচ্ছে শরীর
নেই সামাজিক অপবাদ।
নতুন ভালোবাসায় গড়তে জীবন
নেই কোন আইন,
আজ যে আবার এলো ফিরে
প্রেমের দিন ভ্যালেন্টাইন।।