তোমার আমার ভালোবাসা
      ছিল কত কথা,
মনে পড়ে স্মৃতিগুলো
      দিয়েছ দারুণ ব্যথা।

কোথায় হারালে ও আমার চোখের বালি,
জীবনের মাঝে যে শূন্যতা কি করে বলি।

মনেপড়ে তোমার ছবি
      নিঃশ্বাসে বিশ্বাসে মৌনতা,
ভেসে যায় দুঃখের নদী
      চোখের কোনে নীরবতা।

কোথায় হারালে ও আমার চোখের বালি,
জীবনের মাঝে যে শূন্যতা কি করে বলি।

বেদনার অশ্রুতে ভিজে যায়
      দু-চোখের শুকনো পাতা,
স্মৃতিময় জীবনে লেখা হয়
      হৃদয়ের কাব্য গাথা।

কোথায় হারালে ও আমার চোখের বালি,
জীবনের মাঝে যে শূন্যতা কি করে বলি।।