বছর যাবে একটা করে জন্মদিনও পালন হবে,
জীবন থেকে অজানা অধ্যায় গুলো একেএকে ফুরিয়ে যাবে।
কিন্তু আমরা এখানে জন্মেছি শুধু কি মরব বলে?
না, হয়তো কোন না কোনও ভাবে বেঁচে থাকব বলে!
মনে আশা চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নাম যদি হয় জীবন,
তবে মনের আঁধারে ব্যাথার সাগরে টিকে থাকার নামও জীবন....
জীবনের অধ্যায় গুলো মোড়া থাকে সুখ দুঃখের চাদরে,
মনের ইচ্ছা গুলো নিমজ্জিত থাকে অবিমিশ্র সুনীল সাগরে।
হৃদয়ের প্রকোষ্ঠ গুলো ভরে থাকে পাওয়া না পাওয়ার সাথে,
জীবনের বাস্তব চিত্রটা কখনও সমানুপাতিক হয় না স্বপ্নের পথে।
জন্মানোর সাথেই শুরু হয় অজ্ঞানত নানান প্রচেষ্টা,
জীবনের শেষ দিন অব্দি মেটেনা এই জ্ঞানত তেষ্টা।
প্রত্যেকেই তার আপন জনের কাছে রেখে যায় ছোট বড় ছাপ,
হয়তো অভিধানের ভাষায় এটাই স্মৃতি আগামী প্রজন্মের ধাপ।
আমি এই মাটির প্রলেপ দেওয়া উঠানের ছোট্ট পরজীবি,
একা হেঁটে যেতে যেতে জীবন সায়াহ্নে দেখি আঁকরে ধরেছি সবই।
যৌবনের অপরাহ্নে বারেবারে অনুভূত হয় নতুন অভিপ্রায়,
ঢের দিন বেঁচে এপার ওপারের কথা ভেবে এখনও বাঁচতে চায়।