আজ আমার মনটা কেমন যেন
হঠাৎই অস্থির হল,
স্মৃতির পালে কালবৈশাখীর বাতাস লেগে
সব যেন এলোমেলো।
মনের ফানুস টা উড়ছিল আপন বেগে
দূর নীল আকাশে,
দমকা হাওয়ায় কোথা থেকে কালো মেঘ
আচমকাই উড়ে আসে।
কেন জানিনা নিষেধ হীন বারি ধারা
নেমে আসে চোখের কোনে,
ঝাপসা লাগে মুখটা জানালার ওপাশে
যেটা আটকে আছে মনে।
ঘুম আসেনা রাত্রিবেলা মেঘের শব্দে
শুধু আবোল তাবোল ভেবে,
রাত্রি কাটে আকাশের বিজলীর রেখা দেখে
সবই পরিণত হয়েছে স্বভাবে।
জ্যোৎস্নায় মাখা, তারায় ঢাকা রাত গুলো
আজ হয়েছে বড্ড বেমানান,
চিরকুটে লেখা অসম্পৃক্ত ভালোবাসা টা বৃষ্টিতে ভিজে
আবার যেন দিচ্ছে জানান!