দেশী মদের বোতল ফাটিয়ে ফেনা উড়িয়ে
ভালোবাসার রং ছেটাবে,
জীবনের অঙ্গ যাদের নেশার আঁচড়ে ভরা
ব্যথার ঝুল বারান্দায় ঘা শুকিয়ে যাবে।
লোহিত তপ্ত আগুনের শিখায়
সম্পর্কের গলা টিপে চিৎকার উঠবে,
নাটাই এর সুতো ছাড়তে ছাড়তে
লাট খাওয়া ঘুড়ির মতো হৃদয় উন্মাদ হবে।
প্রেমিকের কালশিটে ভিতু মেরুদণ্ডে  আগামীর নিমন্ত্রণে
গর্ভবতীর জরায়ুতে আটকে যাবে জীবনের শেষ ঠিকানা।
চোরা বালির উপত্যকায় ধসে পড়বে প্রাণ
চুক্তি পত্রের ঠিকানা হারাবে দরবারের চৌকাঠে,
আঙুলের ভাঁজে খুঁজে পাবে মৃত ফসিল
সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যাবে অসমাপ্ত চিরকুট।।
............................................
রচনা ১২.০৭.১৮
সকাল ০৭.১০ মি
কোলকাতা