তুমি আমি দুজনায় প্রেম মোহনায়,
চোখে চোখে কথা হয় এই নিরালায়।
তুমি আমি দুজনায় প্রেম মোহনায়,
চুপি চুপি কথা হয় এই নিরালায়।
তুমি আমার ও প্রিয়া আমি তোমার শুধু তোমার... 2


এই অরণ্যে মন হারালো
হৃদয় স্রোতে দূর অজানায়,
তোমায় পেয়ে হলাম দামী
বুঝিনি আজ কোন ভাবনায়।
ফুলের গন্ধে আজ মন হারাতে
তোমার জীবনে আজ সুর দেওয়াতে.... 2
তুমি আমার ও প্রিয়া আমি তোমার শুধু তোমার... 2


স্বপ্ন যে আজ সত্যি হল
তোমার একটু উষ্ণ ছোঁয়ায়,
আরও যদি কাছে আসো
দুটি হৃদয় রঙে রাঙায়।..... 3
তুমি আমার ও প্রিয়া আমি তোমার শুধু তোমার... 2


সুর দেওয়া হয়েছে ও বাংলা চলচ্চিত্র "দ্রোপদী" তে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে
This song composed by Avik and souvik
Music arranger -Avik .. souvik and Rajiv ..
Singers - Avik BHAGAT and ..Moumita chakraborty
Vocal - L.m studio
Mastering - Lakhan murmu