তুমি শুধু রেখে গেলে
একটা শূন্য আকাশ,
তারায় ভরা জোছনায় ঢাকা
ছায়া পথের আভাস।
তুমি শুধু রেখে গেলে
একটা শুষ্ক মরুভূমি,
ধু ধু বালিয়াড়িতে মরীচিকার মাঝে
তৃষ্ণার্ত একা আমি।
তুমি শুধু রেখে গেলে
একটা ঢেউহীন সাগর,
নোনা জলের মন ক্যানভাসে
চিহ্নিত ক্ষতের গহ্বর।
তুমি শুধু রেখে গেলে
একটা কলঙ্কিত রাত্রি,
ঘুম হীন বেদনা বিধুর
অথর্ব মনের যাত্রী।
তুমি শুধু রেখে গেলে
একটা ধূসর পাহাড়,
মেঘলা দিনে প্রেমহীন জীবনের
একটুকরো গাঢ় অন্ধকার।
তুমি শুধু রেখে গেলে
একটা বিবর্ণ স্মৃতি,
ঝরা পাতার অপাংক্তেয় শব্দে
নিভন্ত এক দ্যুতি।।