মনের ভাবনা
শুধু তোমাকেই ছুঁয়ে যায়,
রাতের স্মৃতি
মায়াবী আমার আঙিনায়।
নূপুর ছন্দে হৃদয় দোলে
কেন ভালোবাসা মনে এতো ঢেউ তোলে।


মনের আকাশে
ধূসর রঙের লেখা,
স্বপ্নের ঘোরে
তোমাকেই ছুঁয়ে দেখা।
মোর তনু মনে একি দোলা চলে
কেন ভালোবাসা মনে এতো ঢেউ তোলে।


জীবনের স্বরলিপি হারিয়েছে এই ভূমে,
সময়ের স্রোতে সব ঘুচে যাবে চির ঘুমে।


বুকের ভেতরে
স্মৃতি নিয়েই চলা,
রাত্রির আঁধারে
একাকী নীরবে জ্বলা।
প্রিয় মোরে সে কত কথা বলে,
কেন ভালোবাসা মনে এতো ঢেউ তোলে।