তুমি ভাবছো আমি ভুলেগেছি সেই দিনটা
আরে না না আমি ভুলিনি, আমি ভুলিনা কিছু,
ভুলতে দেয়নি আমায় শরীরের প্রতিটি কোষ
ভুলতে দেয়নি আমায় স্মৃতিগুলো,
ভুলতে দেয়নি আমায় অন্তরাত্মা।
শুধু বোঝার চেষ্টা তুমি কতটা মনে রেখেছ
কতটা খোঁজো আমায় ভাবছি তাই।
তুমি যে আমার ভালোবাসার তীব্র এক যন্ত্রণা
যাকে ধরে রাখা যায় না ভুলেও থাকা যায় না।
তবুও আমি তোমায় দিয়েছি কষ্ট থেকে নির্বাসন,
নীরবতা দিয়েই আজ প্রকাশ করেছি জীবনের সত্যকে
ভুলে থাকার গভীরে করেছি পূজা আমার প্রেমের।
যেটা পেয়েছি তা আমারই রয়
যেটা পাইনি তা আমার নয়,
তোমায় হারানো মোর পরাজয়
ক্ষণিক মিলন সে আমার জয়।
প্রেমের জোয়ারে দিইনি ফাঁকি
তাই চিত্ত মাঝে রেখেছি আঁকি,
তোমার রাখা যত ক্ষত চিহ্ন
নীরবে কেমনে হবে নিশ্চিহ্ন?
আজ বেদনার মেঠো পথে দিনগুলো হয়েছে রূপকথা,
আকাশ শুধু জানে বুক ভরা আছে কত যন্ত্রণা কত ব্যথা।
তাইতো আর তোমার উষ্ণ ঠোঁটে হারায় না নিজেকে,
তাইতো আর ভুল করেও অভিমানে তাকাই না তোমার দিকে।
বিরহের যাতনায় হয়েছে মোর ক্ষণিকের জীবন বিবর্ণ,
পূর্ণতার পরিমাপে মানুষ মাত্রই যে থেকে যায় অপূর্ণ।।