প্রভাতে ওই কৃষ্ণচুড়া গাছের তলায়
যখন তুমি এসে দাঁড়াও,,
তখন তোমায় ভীষণ
ভীষণ মনে পড়ে ৷৷
অপরাহ্নে একাকী উদ্বেলিত সূর্য যখন,
খালের তটে খেলা করে,,
তখন তোমায় ভীষণ
ভীষণ মনে পড়ে ৷৷
সন্ধ্যা বেলায় রাজ পথের বাঁকে
পুরনো স্মৃতি তোমায় জড়িয়ে,,
তখন তোমায় ভীষণ
ভীষণ মনে পড়ে ৷৷
আমার জীবন নদী সময় খাতে
যখন আপনি বয়ে যায়,,
তখনও তোমায় ভীষণ
ভীষণ মনে পড়ে ৷৷