আস্থায়ী....
হৃদয়ের প্রতি শব্দে শুধু তুমি,
উষ্ণ রক্তের প্রতি কনায় শুধু তুমি,
গভীর রাতের নীরবতায় শুধু তুমি।
তুমি, তুমি হবে চিরদিনের
মন আজ ধরেছে যে বায়না ।

অন্তরা..
এক মুহূর্ত তুমি ছাড়া আমি যে অসহায়,
পাবেনা এ সময় টুকু হারিয়ে যদি যায়।
দেখব শুধু তোমায় ছুঁয়ে
তুমি ভালোবাসার আয়না।

সঞ্চারি..
অস্থির এই দূরত্ব টুকু সীমানা ছাড়িয়ে পেরিয়ে যায়,
তৃষ্ণার্ত সমুদ্রের বুকে তরীটা হারিয়ে ভাসছে কোথায়।

আভোগ....
চাঁদ আজ বন্দী ঐ তোমার চোখের তারায়,
স্বপ্নে বোনা বিশ্বাস টুকু তোমার কাছে হারায়।
মিশে যেতে চাই তোমার ঠোঁটে
আর তো ভাবতে কিছু চাই না।।