তুমি রক্তাত্ব, আমি অপরাধী
আমি আর বলবো না ভালোবাসি,
তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি
আমি আর নই স্বপ্ন বিলাসী।
এখন দেখি তোমায় দূর থেকে দাঁড়িয়ে
আছ তুমি সমুদ্রের জলে পা ভিজিয়ে,
যে মন গিয়েছিল তোমার সাথে হারিয়ে
আজ হাতটা তোমার অন্য হাত জড়িয়ে।
যে বৃষ্টির ফোঁটায় ছিলাম আমি
সেই বৃষ্টিতে ভিজতে শুধু তুমি,
এখনও বৃষ্টি পড়ে, ভেজো তুমি
কিন্তু সেই বৃষ্টিতে আর নেই আমি।
জানালার পাশে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখেছি
আমি যে মন শুধু তোমায় দিয়েছি,
রামধনুর রঙিন ডানায় ভেসেছিলাম দুজন
বেপরোয়া প্রেমে তুমি ছিলে আমার আপন।
এই জীবনে দিয়েছি অনেক সময়
আমার পাশে শুধু যে মানায় তোমায়,
দিন যায় রাত জেগে চোখের পাতায়
ভুলতে চাইলেও তুমি রয়েযাও গল্প কথায়।
দুএক ফোঁটা জল বেড়িয়ে আসে চোখের কোনায়
মুছে দেয় সব কিছু কোনো এক ছোট্ট মিথ্যায়,
সেই তুমি আজ অন্য কারো নতুন ঠিকানায়
এখনও তুমিই সত্য এক বর্ণ জীবনের বেদনায়।।