চাঁদ আজ মিশেছে সাগরে
মান অভিমান ভুলে,
আকাশ আজ মাটির বুকে
এসেছে অনুরাগের কূলে।
মন হারিয়ে গেছে অজানার টানে,
কি জানি বোঝ কিনা ভালোবাসার মানে।

তোমায় ছেড়ে কোন দিনও
যাবনা আমি চলে,
যতই তুমি আঘাত করো
তোমার নই বলে।
স্বপ্ন আমার পূর্ণ হবে সেই ক্ষণে,
কি জানি বোঝ কিনা ভালোবাসার মানে।

ইচ্ছে গুলো সঙ্গে রাখি
দুঃখ গুলো ভুলে,
খুশির তোরে ভাসবো শুধু
তুমি ফিরে এলে।
ব্যথার স্মৃতি ভুলব কিনা কে জানে।।
কি জানি বোঝ কিনা ভালোবাসার মানে।



সুর: অভিক