এই পৃথিবীর একান্তে সব কথা ভুলে,
হাঁটবো দুজন এই পথ এক সাথে মিলে।
তুমি দূরে আছো ঐ নীল নীল দিগন্তে-
তবু ভালোবেসে যাবে মন মনের অজান্তে... ২
মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের লুকোচুরি,
মনের ভেতর থেকে করেছো ছন্দ চুরি।
আগলে রেখেছো জীবনের আঁকাবাঁকা পথে,
হাত ধরে পাড়ি দেবো জীবন এক সাথে।
হয়তো যদি হারিয়ে যাও মনের একান্তে,
তবু ভালোবেসে যাবে মন মনের অজান্তে।
তুমি দূরে আছো ঐ নীল নীল দিগন্তে-
তুমি দূরে আছো ঐ নীল নীল দিগন্তে-
আঙুল টা ধরে রেখো হারানোর ভয়ে,
তুমি আমি থাকবো ভালোবাসার পরিচয়ে।
যদি যেতে হয় চিরতরে সব ফেলে চলে,
যেন শান্তির ঘুমে থাকি তোমার বক্ষ তলে।
হেরে যাবো তবু পারবনা তোমাকে ছেড়ে দিতে,
তবু ভালোবেসে যাবে মন মনের অজান্তে ।
তুমি দূরে আছো ঐ নীল নীল দিগন্তে-
তুমি দূরে আছো ঐ নীল নীল দিগন্তে-.... ঐ