তুমি বুঝতে পারছ? ডিজিটাল করে ফেলছো নাতো নিজেকে?
দেহে রোগ, জীবনে রোগ, মনে রোগ বাসা বাঁধছে না তো?
তুমি কি বুঝতে পারছ? তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছো না তো?
এই ডিজিটাল দুনিয়ায় তুমি নিজে অবহেলার পাত্র হয়ে পড়ছো না তো?
নাকি নিজেই নিজেকে ধৈর্যের মোহ বেড়াজালে আটকে রেখেছ?
নাকি নেটের বাহারি দুনিয়ায় নিজেকে আটকে রেখে
ভুলে যাচ্ছ বাস্তব জীবনের সুখ-দুঃখ রূপ বর্ন-গন্ধ।
বাঁধন ছাড়া জীবনের আনন্দকে বন্দি রাখছো ঐ মুঠোফোনে
আর খুঁজে বেড়াচ্ছ ভার্চুয়াল দুনিয়ায় নিজের মনের মানুষ কে।
মোহের বাঁধনে বেখেয়ালি মন নিয়ে মেতে উঠছো রঙ্গিন নেশায়,
আনমনে খেয়ে নেয়া খাবারের স্বাদ গন্ধ, পাচ্ছো কি তার টের?
মুঠোফোনে চোখ রেখে গিলে খাচ্ছো নাকি চিবিয়ে খাচ্ছো
পাচ্ছ কি তার অনুভূতি? হয়তো জানোনা তার উত্তর!
নির্ঘুম রাত বুকে রেখে মুঠোফোন প্রেমিক প্রেমিকার সাথে
কখন যে পার হয়ে যায়, বুঝতে পারছ কি তার পরিণতি?
চোখে শুধু রঙিন ছবি মোহের বেড়াজালে আটকে রাখা,
স্বপ্ন ভাঙলে ডিজিটাল প্রেম পড়ে থাকে মেসেজ বক্সে কিছু শব্দ হয়ে
আর অচিরেই মুছে যায় প্রতিশ্রুতি, রাগ অভিমানের অথৈ জলে।
ডিজিটাল ভালোবাসার ফাঁদে নিঃশব্দে ভেঙে যায় কিছু মন
তৃপ্তি হীন ব্যাথা ভরা বুকে ইচ্ছেকে পারছ না তবুও দমিয়ে রাখতে।
তাইতো আঘাতে আঘাতে নিজেকে শক্ত করে নিয়েছো
চোখের জ্যোতি কেড়ে নিয়ে মুঠোফোন তবুও রয়েছে অজেয়
খেয়ালী মনটা আবারও ছুটে চলে ধৈর্যের দিশা খুঁজে পেতে।।