প্রতিদিন একটু একটু করে আমি শিখছি
বেঁচে থাকার কায়দা,
জানালায় চোখ রেখে নীল আকাশে তাকিয়ে
কেমন বাঁচে জীবনটা।
রামধনু রাঙা দিগন্তের মাঝে ঝুলে আছে
তোমার ভালোবাসার ছবিটা,
প্রজাপতির রঙিন ডানা মেলে উড়ে যায়
স্মৃতি মাখা মনটা।
মনেপড়ে সেই কৃষ্ণচূড়ার তলে দাঁড়ানো
তোমার প্রতীক্ষিত চাউনি,
কপালে নীল টিপে ভালোবাসার দিন গুলো
আজও আমি ভুলিনি।
সবুজ সোনালী রঙে পৃথিবী হয়েছে রঙিন
চৈত্রের তপ্ত রোদে,
অগোছালো দিন গুলো আঙুলে আঙুল রেখে
পেরিয়ে গেছে আনন্দে।
জোর জুলুমে নয় অজানা শক্ত বাধনে
বেঁধে ছিল তোমাকে,
কিন্তু মনের হিসাব তো মেলে না তাই ছিনিয়ে নিল
তোমার নৈসর্গিক আত্মাকে।।