আমি এক স্বপ্ন প্রেমিক খুঁজে চলেছি
সেই নীল স্বপ্ন,
অজানা জীবন দ্বীপে ইচ্ছের ঘুড়ি উড়িয়ে
গন্তব্যের খোঁজে মগ্ন।
অসীম শূন্যতার মাঝে একাকী নাবিক
উজান স্রোতে চলি,
উদ্দেশ্য হীন জীবনে কিছু ইচ্ছে নিয়ে
বাঁচার কথা বলি।
ঘুম হীন চোখে অনেক স্বপ্ন স্মৃতি
ভীড় করে আছে,
আশার মাঝে নিরাশার পাহাড় জমে
জীবন ভেসে গেছে।
বিনিদ্র স্বপ্ন গুলো ভোরের আলোর সাথে
মরুভূমে মিশে যায়,
আমার আমি কে খুঁজে পেয়েছি শেষ পর্যন্ত
পরিশ্রান্ত বৃষ্টির ফোঁটায়।
ভগ্ন জীবনের শেষ চৌকাঠ গোড়ায় দাঁড়িয়ে
চেয়েছি একটু ভালোবাসা,
সময়ের সাথে পিছনে রয়ে গেছে
অনন্ত সবুজ আশা।
অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখছি
প্রতিনিয়ত একটু একটু,
তৃষ্ণার্ত উষ্ণ প্রেমের ছোঁয়ায় ভিজেছি আমি
পুড়েছে হৃদয় টুকু।
চারিদিকে মিথ্যা মাকড়সার জাল ছিঁড়ে
রয়েছি সত্যের অপেক্ষায়,
ছোট্ট স্বপ্নের জগতে ঝলমলে আলোক উজ্জ্বল
সোনালী প্রভাতের প্রতীক্ষায়।।