ভাঙা হৃদয় কাচের মতো
কখনও আর জোড়া লাগে না,
যেদিন চলেগেছে সূর্যাস্তের সাথে
সে সময় আর ফিরে আসে না।
রাতে সকলের অলক্ষ্যে অশ্রু সিক্ত
বিরহের যে প্রহর কেটে যায়,
নিঃসঙ্গ একা থাকার যন্ত্রনা টা
কেউ বোঝেনা কত জ্বালাময়।
শুকনো ফুল বাসি হলে
যেমন সুবাস চলে যায়,
ব্যর্থ প্রেম হারিয়ে গেলে
জীবন শূন্য হয়ে যায়।
ঝরা ফুলে আর কখনও
হয়না মালা গাঁথা,
হৃদয় একবার আঘাত পেলে
সারেনা কখনো ব্যথা।
যে নদী মজা স্রোত হীন
সে কখনও বয়ে যায় না,
জীবনের তরী টা গতি হীন
নাব্য নদীতে ভাসে না।
যে মানুষ স্বপ্নগুলো কেড়ে নেয়
বিশ্বাস আর তাকে হয় না,
যদি কখনো ফেরে সে হৃদয়ে
তবু অগ্নি জ্বালা নেভেনা।।