তোমার কারণে শূন্য হৃদয়ে
জমেছে ব্যথার বরফ,
জীবনটা যেন তৃষ্ণার্ত মরুভূমি
অশ্রু সিক্ত হরফ।
স্বপ্ন গুলো নীল পাহাড়ে
ধূসর মেঘে ঢাকা,
প্রেমের যন্ত্রণায় উষ্ণ বুকে
বিরহের ছবি আঁকা।
সারি সারি দুঃখের নীড়ে
মিথ্যে মায়ার বাঁধন,
উদাস হাওয়ায় প্রবঞ্চনার নিরিখে
নিলাম হয়েছে মন।
আমার ভালোবাসার অন্ধ বিশ্বাসে
কেড়ে নিয়েছে সুখ,
বোবা আকাশের দীর্ঘ নিঃশ্বাসে
ক্ষত বিক্ষত বুক।।