নিশুতি রাতে হাতছানি দেয়
...... তারায় ঢাকা আকাশ,
.............মন চায় যেতে একছুটে মহাকাশে পালিয়ে।
খাঁচায় বন্দি হৃদয় খানা
...... খোঁজে দক্ষিণা বাতাস,
............. তোর হাতটি ধরে অন্ধকারে যাই হারিয়ে।
মুখ বুজে সহ্যকরা কোলবালিশে
...... ঘুন ধরা চৌকাঠটার মন ভারী যে,
............ মনের গহীনে জমে থাকে অব্যক্ত ব্যথা,
চোখের পাতা ক্লান্ত ভীষণ
...... গভীর রাতে নিস্তব্ধতায় হারায় সে,
........... আমার কবিতা জুড়ে শুধু তোরই গল্প কথা।।