চুপি চুপি গুটি গুটি পায়ে মধ্য রাতে
তুমি এলে আমার ঘরে,
মিলে মিশে হেসে খেলে থাকব মোরা
একত্রে একটি বছর ধরে।
দূর হয়ে যাক জমা যত দুঃখ গ্লানি
মনের ঘোমটা খানি খুলে,
প্রভাত কালে পাখির ডাকে দেখব তোমায়
কেমন সেজেছো বাহারি ফুলে।
আনন্দে মাতোয়ারা আজ তোমায় কাছে পেয়ে
ঘরের আঙিনায় বরণডালা নিয়ে,
সুখের আশায় করেছি অপেক্ষা একটি বছর ধরে
দুঃখ এবার দাওগো সরিয়ে।
একা নয়গো আমি ; আত্মীয় পরিবার পরিজন
আছে সবাই আমার সাথে,
দু-বেলা দু-মুঠো অন্ন যেন এ ধরাধামে
সবার মুখে মুখে জোটে।
পহেলা বৈশাখে কত আশা তোমার কাছে
দক্ষিণা বাতাসে ভেসে আসে,
ক্ষুদ্র তুচ্ছ ছোট্ট জীবন ধন্য যে তোমার দ্বারে
যদি ধরা দাও ভালোবেসে।
বৈশাখের নবীন আল্পনায় দূর হোক গ্লানি ময়
হাজার বছরের ইতিবৃত্ত,
এই শুভ নববর্ষে নবীন হরষে বন্দনা করি
শুদ্ধ হোক সবার চিত্ত।।