এবার পুজোয় মন কেরেছে
জন স্রোতে লালকেল্লা,
সন্তোষ মিত্রে সোনার দুর্গা
গর্ব সোনার বাংলা।

লাল কেল্লা বাঙালিরা
বাঁশে দিল বানিয়ে,
আলো, ছায়ায় মন ভরেছে
জনতা দিলো জানিয়ে।

পুজো পুজো পুজোর গন্ধ গেল
করোনা এবার হারিয়ে গেল।

তিন টিকাতেই পান্ডেমিক
গেল বুঝি চলে,
ভক্তি আসে জন স্রোতেও
মায়ের সঙ্গ পেলে।

চোখ ধাঁধানো আলোর সাজে
দুগ্গা গেল চলে,
আসছে বছর আসবে আবার
এই কথাটা বলে।

পুজো পুজো পুজোর গন্ধ গেল
করোনা এবার হারিয়ে গেল।

মা যে আমার আধুনিকা
ঠিকানা ইউটিউব - এ,
বিদায় ছবি ভেসে ওঠে
ইনস্টাগ্রাম আর ফেব -এ।

ডিজের সুরে মদিনার জলে
ছিল অনেক ইচ্ছা,
লজ্জা ঘৃণা দূরে রেখে
শুভ বিজয়ার শুভেচ্ছা।

পুজো পুজো পুজোর গন্ধ গেল
করোনা এবার হারিয়ে গেল।

জানিনা মাগো ফিরবে কিসে
কোন পথ ধরে?
পেট্রোলের যা দাম বেড়েছে
ফিরো দোলায় করে।

যাচ্ছ যদি যাও ফিরে
তবে যেও সাবধানে,
ব্রীজ গুলো খুব কমজোড় তাই
ভাঙছে এখানে ওখানে।

পুজো পুজো পুজোর গন্ধ গেল
করোনা এবার হারিয়ে গেল।