কুয়াশা ঢাকা কোন এক অজানা ভোরে
হারিয়ে যাবে রাতের প্রহেলিকা,
হয়তো কিছু মনে রাখা স্মৃতির ছোপ
জীবনটাকে করে দেবে একা।
লুকানো নেশার মতন না পাওয়ার কষ্ট
হয়তো বদলে দেবে জীবনটা,
অবসাদ অভিমান প্রিয়ার অনুপস্থিতি
কুরে কুরে খাবে মনটা।
একদিন অপরিচিত গন্ধে সাদা পাতায়
লেখা হবে বিরহের কবিতা,
ভালোবাসার নগ্ন প্রেম দাঁড়িয়ে থাকবে
বুকে নিয়ে একরাশ ব্যথা।
ক্যানভাসের পিছনে উঁকি মারা জীবনটা
দমকা হাওয়ায় ঝরে যাবে,
উচ্ছ্বসিত দুপুরগুলো গোধূলির সীমান্তে
নিঃশ্বাসের মত হারিয়ে যাবে।
দুটো দাঁড়ির মাঝে অজানা পথিক
খুঁজে বেড়াবে কিছু শব্দ,
"তোমাকে বেসেছি ভালো" জীবনের সুর
কখন যে হয়ে যায় স্তব্ধ ।
মেলা নামেলা হিসেবের বারান্দায় দাঁড়িয়ে
আত্ম উপলব্ধিই জীবনের রীতি,
অসমাপ্ত প্রেমে টেনে দেওয়া ইতি
দেয় উপলব্ধি থেকে মুক্তি।।