তোর মন কেমনের পাড়ায়
হাঁটব সারা বেলা,
তোর নীল হৃদয়ের মাঝে
ভাসাবো রঙিন ভেলা।
তোর ইচ্ছে খুশির ছাদে আমি দেবো হৃদয় দোলা।
কিছু প্রেম ভালোবাসা কখনো যায় না তাকে ভোলা।
তোর হাতে হাত ধরেই
অনেকটা পথ চলব,
স্বপ্নগুলো তোর সাথেই
মনের মতোই গড়ব।
তোর ইচ্ছে খুশির ছাদে আমি দেবো হৃদয় দোলা।
কিছু প্রেম ভালোবাসা কখনো যায় না তাকে ভোলা।
তোর সাথে জীবন গল্পে
হৃদয়ের কথা বলবো,
বুকের সবুজ বিছানায় শুয়ে
আনন্দে আমি হাসবো।
তোর ইচ্ছে খুশির ছাদে আমি দেবো হৃদয় দোলা।
কিছু প্রেম ভালোবাসা কখনো যায় না তাকে ভোলা