বেলা শেষে ফিরে এসেও
পাহাড়ের ভাঁজে কত খুঁজেছি তোমায়,
জীবনে ভুলের মাশুল দিতে
ব্যথার চাদরে জড়িয়ে দিয়েছো আমায়।
তারা ভরা রাতের প্রহর গুলো
ভেসে যায় বিষন্ন স্বপ্নের ভেলায়,
উন্মুক্ত আকাশ গঙ্গায় জ্যোতিষ্কের ভিড়ে
জীবন সায়াহ্ন নেমে আসে অবেলায়।
হয়তো আমি ব্যর্থ হয়েছি বোঝাতে
আমার ভালোবাসার হৃদয়ের কথা,
তাই রাতের আঁধারে সকলের অলক্ষ্যে
জমেছে মনের মণিকোঠায় নীরব ব্যথা।
বিবর্ণ ইতিহাসের পাতায় কষ্ট গুলো
ঘুরে বেড়ায় সুউচ্চ পাহাড়ের বুকে,
রঙ হীন প্রজাপতির পাখনায় কিছু প্রশ্ন
জট পাকায় স্বপ্নের ঘোরে তোমায় দেখে।।
দার্জিলিং ৩১.১০.২২