স্কুলের প্রথম শিক্ষার শুরু আপনার কাছেই
জীবনের প্রথম স্বপ্ন দেখা শিখেছি আপনার কাছেই,
নিয়ম-শৃঙ্খলা মানার অভ্যাস করেছি আপনার কাছেই
নম্র-ভদ্র তা শেখার অভ্যাস সে-ও তো আপনার কাছেই,
জীবকে ভালোবাসার শিক্ষা পেয়েছি আপনার কাছেই,
জীবনে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা আপনার কাছেই,
সময়ানুবর্তিতার শিক্ষা সে তো জেনেছি আপনার কাছেই,
অন্যায় কে প্রশ্রয় না দেওয়ার শিক্ষা সেওতো আপনার কাছেই,
হ্যাঁ, বিপদে কারোর পাশে দাঁড়াবার শিক্ষা শিখেছি আপনার কাছেই।
আরো অনেক মূল্যবান শিক্ষা সবই পেয়েছি আপনার কাছেই।
আজও মনে পড়ে আপনার সেই ধুতি-পাঞ্জাবি পড়া
কাঁধে একটা মলিন চাদর, আদর্শ মাস্টারমশাইয়ের বেশটাকে।
রোদ ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আপনি
ছুটে আসতেন আমাদের শিক্ষা দেবার জন্যে।
আপনি তৈরি করেন জাতির মেরুদন্ড দেশের মানদণ্ড
মূল্যবোধ বিবেক যুক্ত সমাজের দেশের আদর্শ মানুষ,
শিক্ষায় তো জাতির ভবিষ্যৎ, সবকিছুরই চাবিকাঠি।
শিক্ষা জ্ঞানের ভিত্তি সকল চেতনার আত্মতুষ্টি,
শিক্ষা কুসংস্কারকে দূরে রেখে ঘটায় চেতনার জাগরণ,
শিক্ষকতায় তাই সবার সেরা নেই কোন দ্বিমত।
মাস্টারমশাই, জীবনে কখনো যেন তোমায় না ভুলি।
এখন আমি বড় হয়েছি তবু মনে পড়ে
স্কুলের সেই সোনা ঝরা রঙিন দিন,
খাতা আর রং পেন্সিল হাতে নিয়ে
ছুটতাম আমি সেই স্কুলে প্রতিদিন।
জায়গাটা আমার বাঁধা ছিল
প্রার্থনার শেষে ঘরের মেঝেতে,
কালো ব্ল্যাকবোর্ডে নকশা আঁকা
খুব সুন্দর লাগত আমার দেখতে
আস্তে আস্তে আঁকিবুকি শব্দের ভীড়ে
একটু একটু করে জানা অজানার মাঝে
কখন যে অক্ষর শিখে নিলাম বুঝিনি।
আজ সেই শব্দ ও পদগুলো অর্থপূর্ণ বাক্য হয়ে
জীবনের না বলা কথা বলে ফেলে অনায়াসে।
বাস্তব সেইসব নরম কঠিন শব্দের ভীড়ে
আপনার সেই ভালবাসার ছোঁয়া টুকুই
এখন খুঁজে পাই, হ্যাঁ আমার প্রিয় মাস্টারমশাই।।